• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তার পানি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি সম্ভব নয়: মমতা

Mofossal Barta
প্রকাশিত জুন ২৪, ২০২৪, ১৯:২৭ অপরাহ্ণ
তিস্তার পানি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি সম্ভব নয়: মমতা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, তিস্তা ও গঙ্গার পানি বণ্টন নিয়ে কোনো আলোচনা তার রাজ্যের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সঙ্গে হওয়া উচিত নয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে তিনি আরও বলেন, “বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয় কারণ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষের সেচ ও পানীয়ের জন্য পানির প্রয়োজন হয়।

চিঠিতে বলা হয়েছে, “তিস্তায় পানির প্রবাহ বছরের পর বছর ধরে কমে গেছে এবং অনুমান করা হয় যে বাংলাদেশের সাথে কোনো পানি ভাগ করা হলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের পানির অপর্যাপ্ত প্রাপ্যতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

“এছাড়া, উত্তরবঙ্গের বাসিন্দাদের পানীয় জলের প্রয়োজনীয়তা মেটাতে তিস্তার জলও প্রয়োজন। তাই বাংলাদেশের সাথে তিস্তার জল ভাগাভাগি করা সম্ভব নয়,” চিঠিতে মমতা বলেছিলেন।

আমাদের নিউ দিল্লি সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে আলোচনার কয়েকদিন পর তার চিঠি আসে।

শীর্ষ সম্মেলনের পর ভারতীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে বাংলাদেশের তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য শীঘ্রই একটি কারিগরি দল বাংলাদেশে পাঠানো হবে এবং ২০২৬সালে মেয়াদ শেষ হওয়া ১৯৯৬সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়নের বিষয়ে আলোচনা শুরু হবে।