মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বাড়তি হারে শুল্ক আপাতত স্থগিত করা হয়েছে। আর তারপরেই ভারত সহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে এগিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারত সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মঙ্গলবার ঘোষণা করেছেন যে, দুই দেশের মধ্যে যে বাণিজ্য আলোচনা হতে চলেছে, তার শর্তাবলী চূড়ান্ত হয়েছে।
রাজস্থানের জয়পুরে এক ভাষণ দিতে গিয়ে তিনি একথা জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বাড়তি হারে শুল্ক আপাতত স্থগিত করা হয়েছে। আর তারপরেই ভারত সহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে এগিয়েছে।
ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানিকৃত পণ্যের ওপরে ২৭% শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন।
মি. ভান্স তার ভাষণে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য পূরণে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আমাদের দুই রাষ্ট্রের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার একটা দিশা এখন স্পষ্ট হয়েছে।“
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘টাফ নেগশিয়েটর’, অর্থাৎ দর কষাকষিতে দক্ষ বলেও উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট ভান্স।
জয়পুরে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন যে, জ্বালানি শক্তি এবং প্রতিরক্ষা খাতে ভারতকে আরও পণ্য বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র।
জেডি ভান্স সোমবার সপরিবারে চারদিনের সফরে ভারতে এসেছেন। তার স্ত্রী উষা ভান্স ভারতীয় বংশোদ্ভূত হলেও মি. ভান্সের এটাই প্রথম ভারত সফর।
প্রথমদিন দিল্লিতে কাটানোর পরে মঙ্গলবার সপরিবারে রাজস্থানের জয়পুরে গেছেন তিনি।
এর আগে সোমবার রাতে নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে দুই আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন মি. ভান্স।
এরপরে আগ্রায় যাওয়ার পরিকল্পনা আছে ভান্স পরিবারের।