• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জেলেনস্কির সাথে আলোচনায় রাজি হওয়ার ইঙ্গিত পুতিনের

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
জেলেনস্কির সাথে আলোচনায় রাজি হওয়ার ইঙ্গিত পুতিনের

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে তিনি বলেছেন রাশিয়া ‘সবসময় যেকোনো শান্তি উদ্যোগকে ইতিবাচক ভাবে দেখেছে। আমরা আশা করি কিয়েভের সরকারও একই ভাবে চিন্তা করবেন’।

সংবাদটি শেয়ার করুন....

 আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসতে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম তিনি এ ধরনের ইঙ্গিত দিলেন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে তিনি বলেছেন রাশিয়া ‘সবসময় যেকোনো শান্তি উদ্যোগকে ইতিবাচক ভাবে দেখেছে। আমরা আশা করি কিয়েভের সরকারও একই ভাবে চিন্তা করবেন’।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিনের মন্তব্য ইউক্রেনের সাথে সরাসরি আলোচনায় বসার সদিচ্ছার ইঙ্গিত দেয়। জেলেনস্কি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তবে ইতোমধ্যেই তিনি বলেছেন ইউক্রেন যেকোনো আলোচনায় প্রস্তুত, যা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর দুই পক্ষের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি।