এই বিতর্কের একপর্যায়ে শিন বেট প্রধান রোনেন বার বক্তব্য রাখছিলেন, তখন স্মোট্রিচ সভা থেকে ওয়াক আউট করে চলে যান। এটি আরো স্পষ্ট করে তোলে যে সরকারের অভ্যন্তরে মতবিরোধ কতটা তীব্র।
অনলাইন ডেস্ক: এই বিতর্কের একপর্যায়ে শিন বেট প্রধান রোনেন বার বক্তব্য রাখছিলেন, তখন স্মোট্রিচ সভা থেকে ওয়াক আউট করে চলে যান।
গাজায় মানবিক সাহায্য বিতরণ নিয়ে ইসরাইলি মন্ত্রিসভায় তুমুল বিতর্ক হয়েছে। বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি সরকারি সম্প্রচার সংস্থা কান-এর রিপোর্ট অনুযায়ী, বৈঠকে অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ, সেনাপ্রধান ইয়াল জামির এবং শিন বেটের প্রধান রোনেন বার-এর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।
প্রতিরক্ষামন্ত্রী কাটজ বৈঠকে প্রস্তাব করেন যে গাজায় সাহায্য বিতরণ কার্যক্রম পরিচালনা করবে ইসরাইলি সেনাবাহিনী অথবা মার্কিন সেনা বাহিনী। তিনি যুক্তি দেন, পূর্ববর্তী বিতরণ ব্যবস্থাগুলো হামাসকে শক্তিশালী করেছে এবং তাই বর্তমান পরিস্থিতির জন্য নতুন কৌশল দরকার।
তবে সেনাপ্রধান ইয়াল জামির এই প্রস্তাবে আপত্তি জানান। তিনি সাফ বলেন, ‘সৈন্যরা মানবিক সাহায্য বিতরণ করবে না এবং আমরা গাজা উপত্যকাকে অনাহারে রাখব না।’
এই মন্তব্যের জবাবে অর্থমন্ত্রী স্মোট্রিচ কটাক্ষ করে বলেন, ‘সেনাবাহিনী নিজের মিশন বেছে নেয় না।’ তিনি আরো বলেন, ‘আপনি যদি বলেন যে আপনি কাউকে নিয়োগ করতে অক্ষম, তাহলে আপনার স্থলাভিষিক্ত করা যেতে পারে।’
এই বিতর্কের একপর্যায়ে শিন বেট প্রধান রোনেন বার বক্তব্য রাখছিলেন, তখন স্মোট্রিচ সভা থেকে ওয়াক আউট করে চলে যান। এটি আরো স্পষ্ট করে তোলে যে সরকারের অভ্যন্তরে মতবিরোধ কতটা তীব্র।
উল্লেখ্য, রোনেন বার বর্তমানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে রাজনৈতিক বিরোধে জড়িত রয়েছেন। নেতানিয়াহু তাকে বরখাস্ত করার নির্দেশ দিলেও ইসরাইলের আদালত ওই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে।
স্মোট্রিচ এর আগে এক মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, তিনি বারের সাথে আলোচনায় বসবেন না। কারণ, ‘বারকে সরকার থেকে বরখাস্ত করা হয়েছে।’
সূত্র : আল জাজিরা