• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু ও কাশ্মীরে উগ্রপন্থিদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় জওয়ান নিহত

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ১৪:২৩ অপরাহ্ণ
জম্মু ও কাশ্মীরে উগ্রপন্থিদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় জওয়ান নিহত

পোস্টটিতে বলা হয়েছে, "আমাদের একজন সাহসী সৈনিক সংঘর্ষে গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসা দেয়া হলেও পরে তিনি মারা যান।"

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনী ও উগ্রপন্থিদের মধ্যে সংঘর্ষে একজন জওয়ান নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর।

পোস্টটিতে বলা হয়েছে, “আমাদের একজন সাহসী সৈনিক সংঘর্ষে গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসা দেয়া হলেও পরে তিনি মারা যান।”

ওই পোস্ট অনুসারে, সংঘর্ষ এখনও চলছে।

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।