• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যাটিকানে জেলেনস্কির সাথে বৈঠকের পর পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ট্রাম্পের

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫, ১৩:৫৮ অপরাহ্ণ
ভ্যাটিকানে জেলেনস্কির সাথে বৈঠকের পর পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ট্রাম্পের

রোম ছাড়ার পর সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, চলতি সপ্তাহে কিয়েভে মস্কোর হামলার পর তার মনে হচ্ছিলো যে পুতিন তাকেও ঘোরাচ্ছেন। "না হলে বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কোন কারণ ছিলো না"।

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে ভ্লাদিমির পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে গিয়ে তারা ওই বৈঠক করেছেন।

রোম ছাড়ার পর সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, চলতি সপ্তাহে কিয়েভে মস্কোর হামলার পর তার মনে হচ্ছিলো যে পুতিন তাকেও ঘোরাচ্ছেন। “না হলে বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কোন কারণ ছিলো না”।

ট্রাম্প ও জেলেনস্কিকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের শেষকৃত্যানুষ্ঠান শুরুর আগে গভীর আলোচনায় মগ্ন দেখা গেছে।

হোয়াইট হাউজ পনের মিনিটের ওই বৈঠককে খুবই ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, এটি ঐতিহাসিক হবার মতো।

ফেব্রুয়ারিতে ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনার পর এটাই ট্রাম্প ও জেলেনস্কির মুখোমুখি বৈঠক।

ট্রাম্প লিখেছেন, ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার হামলার ঘটনায় তার মনে হয়েছে “তিনি (পুতিন) হয়তো যুদ্ধ বন্ধ চান না, তিনি শুধু আমাকে ঘোরাতে চান। এটা ভিন্নভাবে মোকাবেলা করতে হবে, ব্যাংকিং বা নিষেধাজ্ঞার সম্প্রসারণ?”

এর আগে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেন চুক্তির খুবই কাছে পৌঁছেছে।

ক্রেমলিন শনিবার বলেছে, ইউক্রেনের সাথে কোন পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসার বিষয়টি উইটকফকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে হোয়াইট হাউজের বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেছিলেন ‘ আপনার হাতে কোন কার্ড নেই’ এবং তিনি রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী হতে পারবেন না।