এ সময় তিনি বলেন, ‘আমি অগ্নিনির্বাপক বাহিনী এবং ভূমি রক্ষায় সহায়তাকারী সবার প্রতি আমার সমর্থন প্রকাশ করতে চাই। আমরা ১৮ জনকে আটক করেছি (অগ্নিসংযোগের সন্দেহে), যাদের মধ্যে একজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।’
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল। এরই মধ্যে অগ্নিসংযোগের সন্দেহে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরাইলের।
সংবাদমাধ্যম এন-টুয়েলভকে পুলিশ সূত্র বৃহস্পতিবার (১ মে) জানিয়েছে, তারা নেতানিয়াহুর এমন দাবিতে অবাক হয়েছে। কারণ পুলিশ কেবল তিনজনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে।
জেরুজালেমের পাহাড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানো ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।
অভিযোগ আছে, বুধবার গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের মধ্যে একজন আগুন জ্বালানোর চেষ্টা করেছিলেন। তবে দক্ষিণ জেরুজালেমে মূল দাবানল তীব্র আকারে ছড়িয়ে পড়ার পরই তিনি এ কাজ করেন বলে ধারণা করা হচ্ছে।
এন-টুয়েলভ বলছে, কর্তৃপক্ষ তাদের তদন্ত অব্যাহত রেখেছে। অগ্নিনির্বাপক দলগুলো আগুনের উৎপত্তিস্থল নির্ধারণের জন্য কাজ করছে। তবে এর মধ্যে কিছু জায়গায় পৌঁছানো কঠিন বলে জানানো হয়েছে।
জেরুজালেমে আন্তর্জাতিক বাইবেল কুইজের সমাপনী অনুষ্ঠানে নেতানিয়াহু তার বক্তৃতায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলের প্রচেষ্টার প্রশংসা করেন।
এ সময় তিনি বলেন, ‘আমি অগ্নিনির্বাপক বাহিনী এবং ভূমি রক্ষায় সহায়তাকারী সবার প্রতি আমার সমর্থন প্রকাশ করতে চাই। আমরা ১৮ জনকে আটক করেছি (অগ্নিসংযোগের সন্দেহে), যাদের মধ্যে একজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।’