• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের ‘বিশাল, সুন্দর’ কর প্রস্তাব আটকে দিলেন পাঁচ রিপাবলিকান

Mofossal Barta
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১৪:২৯ অপরাহ্ণ
ট্রাম্পের ‘বিশাল, সুন্দর’ কর প্রস্তাব আটকে দিলেন পাঁচ রিপাবলিকান

আরও ব্যয় কমানোর দাবি করে বিলটির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সাথে যোগ দিয়ে এর বিরুদ্ধে ভোট দিয়েছেন রিপাবলিকান পাঁচজন। এতে করে মি. ট্রাম্পের বাজেট কাটছাঁট করার যে এজেন্ডা তা প্রাথমিকভাবে বড় ধাক্কা খেলো।

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অর্থবিল কংগ্রেসে প্রাথমিক পর্যায়ে তার দলেরই কয়েকজন আইন প্রণেতা ঠেকিয়ে দিয়েছে। মি. ট্রাম্প নিজেই একে ‘বিশাল, সুন্দর বিল’ হিসেবে প্রচার করে আসছিলেন।

আরও ব্যয় কমানোর দাবি করে বিলটির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সাথে যোগ দিয়ে এর বিরুদ্ধে ভোট দিয়েছেন রিপাবলিকান পাঁচজন। এতে করে মি. ট্রাম্পের বাজেট কাটছাঁট করার যে এজেন্ডা তা প্রাথমিকভাবে বড় ধাক্কা খেলো।

যদিও ট্রাম্প অনেকবারই আইন প্রণেতাদের এ বিলটি পাশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছিলেন।

“রিপাবলিকান দলে দৃষ্টি আকর্ষক কারও দরকার নেই। কথা বলা বন্ধ করুন এবং এটি সম্পন্ন করুন,” ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন।

বিলটি পাশ হওয়ার সম্ভাবনাও একবারেই শেষ হয়ে যায়নি। তবে এবারে প্রাথমিক পর্যায়ে এর ব্যর্থতা এ বছরে ট্রাম্প প্রশাসনের জন্য প্রথম বড় আঘাত।