• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাস থামিয়ে পাকিস্তানে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৪, ১৩:১২ অপরাহ্ণ
বাস থামিয়ে পাকিস্তানে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের বেলুচিস্তানের মুসাখেল জেলায় অন্তত ২৩ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। সোমবার (২৬ আগস্ট) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

দেশটির একজন কর্মকর্তা বলেছেন, সোমবার ভোরের দিক বাস ও ট্রাক থেকে যাত্রীদের প্রথমে নামায় বন্দুকধারীরা। এরপর তাদের পরিচয় যাচাই করার সময় গুলি করে হত্যা করা হয়।

মুসাখেলের সহকারী কমিশনার নাজিব কাকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারীরা মুসাখেলের রারাশাম জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে। এরপর বাস থেকে যাত্রীদের নামায়। পরিচয় যাচাই করার সময় তাদের গুলি করে হত্যা করা হয়।

নাজিব বলেন, ধারণা করা হচ্ছে নিহতরা পাঞ্জাবের বাসিন্দা। অস্ত্রধারী অন্তত ১০টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।

এই কর্মকর্তা আরও জানান, পুলিশ ও আধা সামরিক বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং লাশগুলো হাসপাতালে পাঠিয়েছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন। তিনি হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তবে এসব হামলায় দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।