• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ভূমি অফিসে চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ২

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ১৯:৪৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে ভূমি অফিসে চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ২
সংবাদটি শেয়ার করুন....

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন দেয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ওই ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার আরিফ হোসেন ও গাবতলা ডাক্তার পাড়ার বাবু মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে গ্রেফতার দুজন বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে একটি পানির পাম্প চুরি করে এবং অফিসেরে ভিতরে আগুন লাগিয়ে দেয়। এতে রেজিস্ট্রার বইসহ  বেশকিছু নামজারি নথিপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হয়।  ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে রবিবার দুপুরে দুইজনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা সিব্বির আহম্মেদ জানান, আগুন দেয়ার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।