• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সরাইলে বাস উল্টে যাত্রী নিহত

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ
সরাইলে বাস উল্টে যাত্রী নিহত

সরাইলে বাস উল্টে যাত্রী নিহত

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোমবার ভোর চারটার দিকে বাস উল্টে গোপী কান্ত ঘোষ (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরো দু’জন। নিহত গোপী কান্ত নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, সিলেটগামী মামুন স্পেশাল পরিবহনের বাস সরাইলের বৈশামুড়া এলাকার সড়কে উল্টে যায়। এ সময় তিন যাত্রী আহত হলে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর গোপী কান্তকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।