• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুলতানপুর ৬০ বিজিবির হাতে দের কোটি টাকার মালামাল জব্দ।

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ১৮:০৩ অপরাহ্ণ
সুলতানপুর ৬০ বিজিবির হাতে দের কোটি টাকার মালামাল জব্দ।

সুলতানপুর ৬০ বিজিবির হাতে দের কোটি টাকার মালামাল জব্দ।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ৬০ বিজিবি কর্তৃক প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৮,০০০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক চোরাকারবারী আটক করা হইয়াছে।
সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, অদ্য ১৯ নভেম্বর ২০২৪ তারিখ দুপুর ০১:০০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৭/৮-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ি নামক স্থান হতে ১,৪৬,৬০,০০০/- (এক কোটি ছেচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৮,০০০ পিস এবং ০১টি মোটর সাইকেলসহ মাদক চোরাকারবারী মোঃ জসিম উদ্দিন, পিতা-মৃত আব্দুল জব্বার, গ্রাম- শ্রীপুর, পোষ্ট-আনন্দপুর, থানা-কুমিল্লা সদর, জেলা-কুমিল্লাকে আটক করতে সক্ষম হয়।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত মাদকসহ আসামীকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক বিরোধী আমাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন।