• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় পিস্তল-গুলি ও ম্যাগাজিন সহ যুবক গ্রেফতার।

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪, ১৬:৪১ অপরাহ্ণ
গাইবান্ধায় পিস্তল-গুলি ও ম্যাগাজিন সহ যুবক গ্রেফতার।

গাইবান্ধায় পিস্তল-গুলি ও ম্যাগাজিন সহ যুবক গ্রেফতার।

সংবাদটি শেয়ার করুন....

আঃ রাজ্জাক সরকার,গাইবান্ধা জেলা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চাইনিজ কুড়াল, পিস্তল, ম্যাগজিন ও গুলি জব্দসহ জুয়েল রানা (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার (২৪ নভেম্বর) ভোরবেলার উপজেলার উদয়সাগর এলাকা থেকে ওইসব অস্ত্র-উপকরণ জব্দ করা হয়। এর আগে ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জুয়েল রানা দিনাজপুরের ঘোড়াঘাট থানার মাছুয়া পাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকার এক বাড়ি থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, আট রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

ওসি আরও বলেন, অপরাধী কাজের ওইসব উপকরণসহ জুয়েল রানাকে এ থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।