বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকলে অর্থাৎ কোনো রাজনৈতিক দলের পদ-পদবী থাকলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দু’টি পদে নির্বাচন করতে না পারার বিধান করা হয়েছে। শনিবার প্রেস ক্লাবের গঠনতন্ত্র সংশোধন বিষয়ক সাধারন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় জানানো হয়, গঠনতন্ত্রের নতুন নিয়ম অনুযায়ি কেউ প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন করতে চাইলে ছয় মাস আগে রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে পত্রিকায় ঘোষণা দিতে হবে। পরে আবার দলীয় পদে ফিরে গেলে প্রতারণা বিবেচনায় ক্লাবে যে পদে নির্বাচিত হয়েছেন সেটিসহ সাধারণ সদস্য পদ বাতিল হবে।
একইভাবে ক্লাবের সদস্যরা সাংবাদিকতার অন্য কোন সংগঠনের নেতৃত্বে থেকে প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আরো কয়েকটি পদে নির্বাচন করতে পারবেনা বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অন্য পদগুলো হচ্ছে সিনিয়র
সহ-সভাপতি,সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক। বাকি নিয়ম রাজনৈতিক দলের বিষয়ের মতোই প্রযোজ্য হবে।
প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাবেদ রহিম বিজন। সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য মো. আরজু, খ. আ. ম. রশিদুল ইসলাম, সৈয়দ মিজানুর রেজা, মো. সাদেকুর রহমান, মনজুরুল আলম, আ. ফ. ম কাউছার এমরান, নিয়াজ মো. খান বিটু, আল-আমিন শাহীন, দীপক চৌধুরী বাপ্পী, আবদুন নূর, সৈয়দ মো. আকরাম, পিযূষ কান্তি আচার্য্য, মো. এমদাদুল হক, জয়দুল হোসেন, মফিজুর রহমান লিমন, শিহাব উদ্দিন বিপু, মো. নজরুল ইসলাম শাহাজাদা, এইচ. এম. সিরাজ, মো. নজরুল ইসলাম ভ‚ইয়া বিল্লাল, উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আশিকুল ইসলাম।