• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজাপুরে চলাচলের পথ বন্ধ করে বৃদ্ধ নারীর পরিবারকে অবরুদ্ধের অভিযোগ

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ১৮:৫২ অপরাহ্ণ
রাজাপুরে চলাচলের পথ বন্ধ করে বৃদ্ধ নারীর পরিবারকে অবরুদ্ধের অভিযোগ

রাজাপুরে চলাচলের পথ বন্ধ করে বৃদ্ধ নারীর পরিবারকে অবরুদ্ধের অভিযোগ

সংবাদটি শেয়ার করুন....

মোঃইয়াসিন খান রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামে চলাচলের পথে নির্মান সামগ্রী রেখে হেলেনা বেগমের নামে এক বৃদ্ধ নারীর পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ গেছে। হেলেনা বেগম ওই গ্রামের মৃত হানিফ হাওলাদারের স্ত্রী।

ভুক্তভোগী হেলেনা বেগম, ফরিদ হাওলাদার ও হেলাল হাওলাদার অভিযোগ করে জানান, প্রতিবেশী সুলতারের ছেলে জাহিদুল ইসলাম হিরু ও তার স্ত্রী শিল্পী বেগমসহ লোকজন ঘর নির্মানের জন্য নির্মান সামগ্রী এনে উদ্দেশ্যেমূলকভাবে হেলেনা বেগমের ভবনের দরজার সামনে রড, বালু ও ইটসহ বিভিন্ন সামগ্রী রেখে এবং বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে পরিবারের লোকজন অবরুদ্ধ করে রেখেছে। এ কারনে শিশু ও বৃদ্ধ নারীসহ পরিবারের লোকজনের চলাচল বিঘিœত হচ্ছে।

বেড়া দিতে বাধা ও মালপত্র সরাতে বললে খুন ও কুপিয়ে জখমসহ নানাভাবে ভয়ভীতির হুমকি দেয়। এ ঘটনায় আদালতে মামলা ও শালিশ ব্যবস্থা হলেও কোন সুরাহা হয়নি বলেও অভিযোগ করেন হেলেনা বেগম। শিশু শিক্ষার্থীসহ বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম হিরু ও তার স্ত্রী শিল্পী বেগম জানান, ঘর নির্মানের জন্য মালপত্র এনে নিজেদের জায়গায় রাখা হয়েছে, অন্য কারও জায়গায় না। কাজ করতে বাধা দেয়ায় নির্মান সামগ্রী নষ্ট হচ্ছে এবং কাজে বিলম্ব হচ্ছে। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।