• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৬ ডাকাত গ্রেফতার কলাপাড়া পটুয়াখালী

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ১৫:৪৬ অপরাহ্ণ
৬ ডাকাত গ্রেফতার কলাপাড়া পটুয়াখালী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী:  ডাকাতি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ডাকাতদলের প্রধান রাহাত ফকির (২৭), মনির ডাকুয়া (২৭), সফিক গাজী (২৭), ছগির হাওলাদার (৩৩), রাকিবুল খান (২৭) ও আশ্রয়দাতা কাশেম মৃধাকে (৪৩) আটক করে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে এদেরকে গমইরতলা গ্রাম থেকে আটক করা হয়। এরা এখন কলাপাড়া থানায় রয়েছে। গ্রেপ্তার ডাকাতদল নেতা রাহাত ফকির বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক বহিষ্কৃত আহ্বায়ক জালাল ফকিরের ছেলে। তার বিরেুদ্ধে আরও একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার চার জনে বাড়ি আমতলী ও দুই জনের বাড়ি কলাপাড়ায়।

এর আগে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গুটাবাছা গ্রামে ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি করে ডাকাতদল। সোমবার দিবাগত মধ্য রাতে ৬-৭ জনের ডাকাতদল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতদল। ডাকাতরা গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী নুপুরকে লোহার রড দিয়ে পিটিয়ে বেধড়ক মারধর করে হাত-পা বেধে লেপের নিচে আটকে রাখে। এরপর আলমিরাসহ বিভিন্ন মালামাল তছনছ করে নগদ এক লাখ ৫৮ হাজার টাকা প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ডাকাতদল সবাই মুখোশ পরিহিত অবস্থায় ছিল।

ডাকাতদল ডাকাতি শেষে একই গ্রামের কাশেম মৃধার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এখবর গ্রামবাসী জানতে পেরে পুলিশে খবর দেয় । কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এখবর নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ বরগুনা আমতলী উপজেলার বিএনপির সাবেক বহিষ্কৃত আহবায়ক জালাল ফকির বাইশে নভেম্বর আমতলী বাস স্ট্যান্ড কাউন্টার দখলে এই ঘটনায় সাংবাদিকসহ বির্জন গুরুতর আহত হয় সাবেক আওয়ামী লীগের মেয়র মতির সাঙ্গ-পাঙ্গদের সঙ্গে নিয়ে যে আমতলীতে তান্ডব চালান আমতলী উপজেলা বাসি তাদের অত্যাচারে অতিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।