• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চীনা কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ প্যারাগুয়ের

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪, ১৭:৪৭ অপরাহ্ণ
চীনা কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ প্যারাগুয়ের

চীনা কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ প্যারাগুয়ের

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স: দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে এক নিম্নপদস্থ চীনা কূটনীতিকের ভিসা বাতিল করে তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কূটনীতিক তাইওয়ানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্বিবেচনার জন্য আইনপ্রণেতাদের প্ররোচিত করার চেষ্টা করেছেন। খবর রয়টার্সের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন চীনা কূটনীতিক শু ওয়েই। অন্যদিকে, প্যারাগুয়েতে তাইওয়ান দূতাবাস অভিযোগ করেছে, তিনি প্যারাগুয়েতে অনুপ্রবেশ করে চীন-তাইওয়ান সম্পর্ক দুর্বল করার চেষ্টা করেছেন।

অবশ্য শু ওয়েইর হস্তক্ষেপমূলক কাজ সম্পর্কে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়। তবে তিনি ইউনেস্কোর একটি বৈঠকে চীনা প্রতিনিধিদলের সঙ্গে প্যারাগুয়েতে এসে ভিসার শর্ত লঙ্ঘন করেছেন বলে দাবি করা হয়েছে। দেশ ছাড়ার জন্য তাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক ও কারিগরি বিষয়ক উপমন্ত্রী হুয়ান বাইয়ার্ডি বলেন, চীনের দূত অন্য একটি এজেন্ডা নিয়ে এসেছিলেন। তিনি এমন অভ্যন্তরীণ রাজনীতি করতে এসেছিলেন, যা যথাযথ ছিল না।

প্যারাগুয়ের কংগ্রেসে রেকর্ড করা শু ওয়েইর একটি বক্তব্য পেয়েছে রয়টার্স। ওই রেকর্ডের ভিত্তিতে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তাইওয়ানের বদলে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানান তিনি।

শু ওয়েই বলেছেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে আয় বাড়বে, ব্যয় কমবে, ফলে সঞ্চয় বৃদ্ধি পাবে। আমার এ সফরের উদ্দেশ্য হলো প্যারাগুয়ের মানচিত্রে একটি বিশাল ফাঁকা স্থান পূরণ করা। সেই ফাঁকা স্থান হলো পিপল’স রিপাবলিক অব চায়না।

তিনি আরও বলেন, চীন ও তাইওয়ানের মধ্যে বাছাই করার কোনও সুযোগ নেই।