নতুন মামলায় অভিযুক্ত ইমরান
এদিকে গত বছরের ৯ মের সহিংসতার ঘটনায় একাধিক অভিযোগে গতকাল ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। তবে অতীতের মতো এবারও ইমরান খান এসব মামলার দায় স্বীকার করেননি।
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে। এরপর থেকে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। বেশ কিছু মামলায় সাজাও হয়েছে তাঁর। গত বছরের শেষ দিক থেকে তিনি কারাবন্দী।