• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ।

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ১৮:০৪ অপরাহ্ণ
সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ।

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৪৭,১৫,৪০০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে। সুলতানপুর ৬০ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত হতে বড়জ্বালা, খারেরা, শংকুচাইল, শশীদল ও সালদানদী বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে মাদলা, কসবা, মঈনপুর, মনিয়ন্দ ও আখাউড়া বিওপি কর্তৃক ০৬ ডিসেম্বর ২০২৪ তারিখ ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৭,১৫,৪০০/- (সাতচল্লিশ লক্ষ পনের হাজার চারশত) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে।

তন্মধ্যে জব্দকৃত অলিভ ওয়েল ৩৭১ পিস, বাঁজি ৬৩৩৫ পিস, রসুন ৯১৭ কেজি, চাউল ২৯০ কেজি, স্কিন সাইন ক্রিম ১৩৫০ পিস, চিনি ৩৪৮৫ কেজি, হুইস্কি ৬৭ বোতল, ফেন্সিডিল ৪৮ বোতল, প্লেইং কার্ড ১৫১ প্যাকটে, বডি লোশন ১৭৮ পিস, মোবাইলের ডিসপ্লে ২৪২ পিস, বিভিন্ন প্রকার কাপড় ১২ পিস, মশার কয়েল ৪৮৬০ পিস, কম্বল ০১ পিস।
এছাড়াও অন্যান্য ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা এবং মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে। সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান চলমান আছে।