• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূণ্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ০০:৪২ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূণ্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার 'শূণ্য পাঁচ' কর্মসূচি ঘোষণা

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক আখাউড়া: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হল সাঈদ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জন্য ‘শূণ্য ৫ বা জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন।

এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করে ‘সমৃদ্ধ নবীনগর’ গড়ার লক্ষ্যে ঘোষিত কর্মসূচি হলো, শূণ্য দারিদ্র, শূণ্য বেকারত্ব, শূণ্য মাদকাসক্তি, শূণ্য বৈষম্য, শূণ্য অনাচার। মত বিনিময়কালে তিনি কিভাবে এসব বাস্তবায়ন করবেন সেসব বিষয়ে বিস্তারিত লেখা হয়।
বক্তব্যের শুরুতে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা বিএনপি দুইভাগে বিভক্ত। তিনি কোনো পক্ষের হয়ে থাকতে চান না বল সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের নিয়ে আসেননি।
মত বিনিময়কালে সায়েদুল হক বলেন, ‘যারা অতীতে জনপ্রতিনিধি হয়েছেন তারা শুধু ভোট নিয়েছেন। কিন্তু নবীনগরবাসীর ভাগ্যের চাকা সামনের দিকে ঘুরানোর উদ্যোগ গ্রহন করেননি। শূণ্য ৫ লক্ষ্য অর্জন করতে পারলে আমরা ‘সমৃদ্দ নবীনগর’ গড়ে তোলার আন্দোলনলে সফল করতে পারব।’
এ সময় তিনি নিজ সংসদীয় এলাকায় যেসব প্রার্থী রয়েছে তাদেরকে স্বাগত জানিয়ে মানুষের জন্য কাজ করার আহবান জানান। বিএনপি থেকে যারা প্রার্থী হচ্ছেন তাদের থেকে তিনি শিক্ষাগত যোগ্যতাসহ রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষায় এগিয়ে আছেন। শূন্য ৫ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।