• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে-সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন জাহ্নবী

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫, ১৫:৩৫ অপরাহ্ণ
বিয়ে-সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন জাহ্নবী

বিয়ে-সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন জাহ্নবী

সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক: ধড়ক’ ছবির মাধ্যমে ২০১৮ সালে বলিউডে অভিষেক ঘটে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। তারপর কেটে গেছে ৬ বছরেও বেশি সময়। ধীরে ধীরে বলিউডপাড়ার পরিচিত মুখ হয়ে ওঠেন জাহ্নবী কাপুর।

মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়। তাই মেয়ে জাহ্নবী কাপুরের মনে দক্ষিণ ভারতের সংস্কৃতির ছোঁয়া থাকবে, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। যে কারণে নিজের বিয়ে নিয়েও রয়েছে শ্রীদেবীকন্যার বিশেষ পরিকল্পনা।

তবে সেসবের মধ্যে কিন্তু কোনো ডেস্টিনেশন ওয়েডিং অথবা হলিউডি ট্ৰাকদের নিয়ে এসে পারফর্ম করানোর মতো কোনো পরিকল্পনা নেই। তবে যা আছে, তা শুনে চমকে যেতে পারেন ভক্তরাও।

বলিউড ট্রেড অ্যানলিস্ট তথা ছবি সমালোচক কোমল নাহতার চ্যাট শো-তে করণ জোহরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী। সেখানেই তিনি নিজের বিয়ে এবং তার পরবর্তী জীবনের পরিকল্পনা ভাগ করে নিয়েছেন।

এই অভিনেত্রী জানিয়েছেন, তিরুপতির মন্দিরে গিয়েই তিনি বিয়ে করবেন বলে ঠিক করেছেন। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই। বিয়ের পর তিনি তিরুপতি অঞ্চলেই থাকবেন নিজের পরিবারের সঙ্গে।

এখানেই থামেননি জাহ্নবী। আরও বলেন, তিন সন্তান হবে আমাদের। প্রতিদিন কলাপাতায় একসঙ্গে আমরা একসঙ্গে খাব। গোবিন্দা গোবিন্দা নাম জপ করব আবার কখনো বা মণিরত্নমের ছবির গান চালিয়ে একমনে শুনব। যখন সময় পাব, স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে, তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করে দেব।

নিজের বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে জাহ্নবীর, এমন কথাও অন্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন শ্রীদেবী-কন্যা। তাহলে কি খুব শিগগিরেই বিয়ের সানাই বাজতে চলেছে বনি কাপুরের বাড়ির অন্দরে? সে বিষয়ে অবশ্য এখনও কিছুই জানাননি জাহ্নবী।