• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বদলে গেল ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের’ নাম

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১৭:৪৫ অপরাহ্ণ
বদলে গেল ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের’ নাম

বদলে গেল ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের’ নাম

সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক: রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগেও এক দফা পরিবর্তন হয় রাজধানীর গুলিস্তান এলাকায় অবস্থিত এই স্টেডিয়ামের। শুরুতে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত এই স্টেডিয়ামের ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ নামকরণ করে আওয়ামী লীগ সরকার।

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়। এই স্টেডিয়ামে একসময় সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো। বর্তমানে স্টেডিয়ামটি ফুটবল এবং অ্যাথলেটিকসের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জাতীয় স্টেডিয়ামের বর্তমান দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।