• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকাকে মুগ্ধ করতে নোটের সিঁড়ি বানালেন যুবক

Mofossal Barta
প্রকাশিত জুন ২৮, ২০২৪, ১৮:৩২ অপরাহ্ণ
প্রেমিকাকে মুগ্ধ করতে নোটের সিঁড়ি বানালেন যুবক
সংবাদটি শেয়ার করুন....
অনলাইন ডেস্কঃ
প্রেমিকাকে মুগ্ধ করার জন্য নোট দিয়ে বানালেন সিঁড়ি। হেলিকপ্টারে করে আসা প্রেমিকার হাত ধরে নামালেন সেই সিঁড়ি দিয়ে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের আগ্রহ এটা জানার যে, কতটা ধনী হলে প্রেমিকাকে মুগ্ধ করতে এমন নোটের পাহাড় সাজিয়ে দিতে পারেন কোনো ব্যক্তি।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেমিকাকে রিসিভ করতে পৌঁছেছেন ওই ব্যক্তি। হেলিকপ্টার ল্যাণ্ড করার পর বান্ধবীর হাত ধরে তাকে হেলিকপ্টার থেকে নামিয়ে আনেন। প্রেমিকা নিচে নামার সাথে সাথেই তার পা সরাসরি সেই নোটের সিঁড়ির উপর পড়ে। যেন লাল কার্পেটের বদলে বিছানো হয়েছে নোটের পাহাড়।

ইনস্টাগ্রাম ভিডিওটি পোস্ট করা যুবকের নাম সের্গেই কোসেনকো। তিনি একজন রাশিয়ান ব্যবসায়ী এবং কনটেন্ট ক্রিয়েটার। তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল @mr.thank.you থেকে ভিডিওটি পোস্ট করেছেন।