আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
প্রথম বারের মত মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়ে গেল সিএনজি ও অটোরিকসা মালিক ও শ্রমিকদের নিয়ে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট।
শুক্রবার৷ ( ২৮ জুন ) বিকেলে ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন অটোরিকসা শ্রমিক দল ও সিএনজি চালক ও মালিক দল। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সানোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সজল, মোঃ মাহফুজুল হক সোহেল, সিএনজি অটো চালক সমিতির যুগ্ন সম্পাদক মোঃ নাজমুল হাসান,
অহিদুল ইসলাম টুটুল বলেন, মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে শ্রমিক ও সাধারণ মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই এই খেলার আয়োজন করা হয়। আমি শ্রমিকদের সাথে কথা বললে শ্রমিকরা ফুটবল খেলতে ইচ্ছা প্রকাশ করে। তাই আজ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আমি সারাজীবন এসব শ্রমিকদের পাশে থাকতে চাই।