• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা টিভির অফিস রিপোর্টার কিশোর গ্যাংএর হুমকি

Mofossal Barta
প্রকাশিত জুন ২৯, ২০২৪, ১৮:১৭ অপরাহ্ণ
বাংলা টিভির অফিস রিপোর্টার   কিশোর গ্যাংএর হুমকি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মিরপুরে এক সাংবাদিকসহ দুইজনের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। বুধবার (১২ রাজধানী মিরপুরে এক সাংবাদিক সহ দুজনের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোরগজ্ঞানের বিরুদ্ধে গত 12ই জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলার রাত সাড়ে বারোটার দিকে ঘটনা ঘটে।

 

আহত প্রান্ত পারভেজ অভিযোগে জানান, স্থানীয় কিশোর গ্যাং নেতা মোস্তাফিজুর রহমান পারভেজের নেতৃত্বে বাহাদুর, সাগরসহ বেশ কয়েকজন প্রথমে অটোরিকশা চালক হানিফকে মারধর করে। পরবর্তীতে তিনি বাধা দিতে গেলে তাকেও মারধর করে গ্যাংয়ের সদস্যরা। তারা ধারালো ছুরি (অ্যান্টি কাটার) ও সুইচ গিয়ার দিয়ে হামলা করে।

প্রান্ত বলেন, হামলার পর প্রথমে থানা পুলিশকে কল করেন। পরবর্তীতে ৯৯৯ এ কল করলে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়।

তিনি বলেন, হামলাকারীদের প্রত্যেকে কিশোর গ্যাংয়ের সদস্য। বেশ কয়েকদিন আগে কিশোর গ্যাং নিয়ে নিউজ করলে তারা ক্ষুব্ধ হয়।

এ বিষয়ে পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মুন্সি আল আমিন বলেন, এক সাংবাদিকসহ দুইজনের ওপর হামলার অভিযোগ পেয়ে দুটি ফোর্স পাঠানো হয়েছে।