• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন, ২ ড্রেজার জব্দ

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ১৭:৩১ অপরাহ্ণ
আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন, ২ ড্রেজার জব্দ
সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার মনিয়ন্দ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ২ টি ড্রেজার জব্দ করা হয়েছে। শুক্রবার বিকালে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোঃ সজিব মিয়া। তবে এসময় কাউকে না পাওয়া যাওয়ায় জরিমানা বা গ্রেফতার করা যায়নি।
আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আইনশৃঙ্খা বাহিনীর সহযোগিতায় মনিয়ন্দ ইউনিয়নের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় কচুয়া মুড়া এলাকার মুছা চৌধুরীর জমি থেকে মাটি উত্তোলন করাকালে ২টি ড্রেজার জব্ধ করেন। তবে ড্রেজার মালিক মনির মিয়াকে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোঃ সজিব মিয়া বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।