• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চান কনটেন্ট ক্রিয়েটর কাফি

Mofossal Barta
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪, ১৯:৫৭ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চান কনটেন্ট ক্রিয়েটর কাফি
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চেয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ কাফি। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল পৌনে চারটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চান কাফি।

এ সময় কাফি বলেন, কোটা সংস্কার নিয়ে কনটেন্ট তৈরি করে হুমকি পেয়েছি। মানুষ মারা গেলে ইন্না-লিল্লাহ বলে। কারা যেন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে। এরা আমার পেছনে লেগেছে। কুকুর পেছনেই লাগে। আমরা কোটা সংস্কার চাই। আমি আমার নিরাপত্তা চাইতে এখানে এসেছি।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারার জন্য ওরা টোকাই ভাড়া করেছে। টোকাই দিয়ে আমার বোনদের ওপর হামলা করা হয়েছে। এর থেকে আর লজ্জ্বাজনক কি হতে পারে।