• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর (পিআইবি) মহাপরিচালকের নিয়োগ চুক্তি বাতিল

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর (পিআইবি) মহাপরিচালকের নিয়োগ চুক্তি বাতিল
সংবাদটি শেয়ার করুন....

“প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদের নিয়োগের চুক্তি বাতিল করেছে সরকার। সোমবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার সাথে করা চুক্তি বাতিলের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাফর ওয়াজেদের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে যোগদান করেন জাফর ওয়াজেদ। এরপর আরও তিনবার পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান তিনি। সর্বশেষ গত ৭ মে তাকে চতুর্থবারের মতো দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেয়া হয়েছিল।

তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন।”