• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাচসেরার পুরো টাকা বন্যার্তদের দেবেন মুশফিকুর রহিম

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪, ১৭:৫০ অপরাহ্ণ
ম্যাচসেরার পুরো টাকা বন্যার্তদের  দেবেন মুশফিকুর রহিম
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলে এই প্রথম জয় পেল টাইগাররা।

১১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৪৬ রানে অলআউট হয়। ৩০ রানের টার্গেট তাড়ায় ১০ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ম্যাচসেরা হন মুশফিকুর রহিম।

প্রথম ইনিংসে ১৯১ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম। এটা তার সবচেয়ে সুন্দর ইনিংসগুলোর একটি, বলেছেন মুশফিক। এ জয়ের জন্য সব খেলোয়াড়কেই কৃতিত্ব দিয়েছেন তিনি, বিশেষ করে এ সিরিজের জন্য তারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন সেজন্য। ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দান করে দেবেন বলে জানিয়েছেন মুশফিক।