বৃষ্টির কারণে চার সেশন নষ্ট হওয়ায় খেলার সময় এগিয়ে নেওয়া হয়েছে। জয়ের জন্য বাংলাদেশকে আরো ১৪৩ রান করতে হবে।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করার বেশ কিছু সময় আগ থেকে রাওয়ালপিন্ডির আকাশে এমন পরিস্থিতি তৈরি হয়। তাই বাধ্য হয়ে আম্পায়াররা ফ্লাইডলাইটের বাতি জ্বালাতে নির্দেশ দেন। তবে রাওয়ালপিন্ডির বাতি জ্বালিয়েও লাভ হচ্ছে না। কারণ যেকোনো মুর্হূতে বৃষ্টি নামার শঙ্কায় যে পিচ ঢাকার জন্য মাঠে কাভার নামানো হয়েছে।
এর আগে হাসান মাহমুদ ও নাহিদ রানার তোপে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান। তার ৫ উইকেটের বিপরীতে ৪ উইকেট নিয়েছেন রানা। বাকি উইকেটটি পেসার তাসকিন আহমেদের। এতে করে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষের ইনিংসে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা।