• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটে বলে বাংলাদেশের দাপটের পর বৃষ্টিতে শেষ চতুর্থ দিন

Mofossal Barta
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪, ১৯:১৯ অপরাহ্ণ
ব্যাটে বলে বাংলাদেশের দাপটের পর বৃষ্টিতে শেষ চতুর্থ দিন
সংবাদটি শেয়ার করুন....
অনলাইন ডেস্কঃ
পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করায় জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে  দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংস শুরু করেন জাকির হাসান।

সমান ২ চার ও ছক্কায় ২১ বলে ৩১ রান করেন ওপেনার জাকির।

তার সঙ্গে ৯ রানে অপরাজিত আছেন সাদমান। তবে চা বিরতির পর এক ওভার শেষেই খেলা বন্ধ করতে হয়েছে মাঠের দুই আম্পায়ারকে। ইচ্ছাকৃত নয়, বাধ্য হয়ে। শুরুতে আলোকস্বল্পতায় খেলা বন্ধ করতে হয়।
তবে কিছুক্ষণ পরেই বৃষ্টিতে চতুর্থ দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়ারদ্বয়। 

এই শঙ্কা রাওয়ালপিন্ডি টেস্টের শুরু থেকেই ছিল। বৃষ্টিতে তো প্রথম দিন পরিত্যক্তই হয়েছিল। পরে শঙ্কা ছিল বাকি দিনগুলোতেও বাধা হতে পারে বেরসিক বৃষ্টি।

মাঝে দুই দিন কোনো ঝামেলা না হলেও আজ সেই শঙ্কাই সত্যি হলো। 

শুরুতে আলোকস্বল্পতা দেখা দেয়। পরে বৃষ্টি নামায় দিনের খেলা শেষ করা দেওয়া হয়। বাংলাদেশ বিনা উইকেটে ৪২ রান নিয়ে আগামীকাল শেষ দিনের খেলা শুরু করবে। আগামীকাল পঞ্চম দিনের খেলা শুরু হবে ১০টা ৪৫ মিনিটে।

বৃষ্টির কারণে চার সেশন নষ্ট হওয়ায় খেলার সময় এগিয়ে নেওয়া হয়েছে। জয়ের জন্য বাংলাদেশকে আরো ১৪৩ রান করতে হবে। 

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করার বেশ কিছু সময় আগ থেকে রাওয়ালপিন্ডির আকাশে এমন পরিস্থিতি তৈরি হয়। তাই বাধ্য হয়ে আম্পায়াররা ফ্লাইডলাইটের বাতি জ্বালাতে নির্দেশ দেন। তবে রাওয়ালপিন্ডির বাতি জ্বালিয়েও লাভ হচ্ছে না। কারণ যেকোনো মুর্হূতে বৃষ্টি নামার শঙ্কায় যে পিচ ঢাকার জন্য মাঠে কাভার নামানো হয়েছে।

এর আগে হাসান মাহমুদ ও নাহিদ রানার তোপে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান। তার ৫ উইকেটের বিপরীতে ৪ উইকেট নিয়েছেন রানা। বাকি উইকেটটি পেসার তাসকিন আহমেদের। এতে করে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষের ইনিংসে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা।