• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয়দের বিরুদ্ধে ‘টাইগার রবি’কে মারধরের অভিযোগ

Mofossal Barta
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১৫:২৩ অপরাহ্ণ
ভারতীয়দের বিরুদ্ধে ‘টাইগার রবি’কে মারধরের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ দলের সুপার ফ্যান ‘টাইগার রবি’কে হাসপাতালে নিয়ে গেছে উত্তর প্রদেশ পুলিশ। কানপুরে বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় টেস্টের সময় গ্যালারিতে ভারতীয় সমর্থকেরা রবিকে হেনস্তা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর পাঁজরে আঘাত করার কথাও বলেছেন বাংলাদেশ দলের এই সমর্থক। পরে তাঁকে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা রবিকে হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেছেন, ‘আমরা তাঁকে হাসপাতালে পাঠিয়েছি। তাঁর কোনো সমস্যা হয়েছে কি না সেটা চিকিৎসকেরা পরীক্ষা করে দেখবেন। তিনি দাবি করেছেন তাঁকে হেনস্তা করা হয়েছে।’

পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সেই পুলিশ কর্মকর্তা, ‘আমাদের সিসিটিভি ক্যামেরা আছে। আমরা দেখব সেখানে আসলে কী ঘটেছে।’

কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করে। এ সময় টাইগার রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান। সেখানে কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে চেন্নাইয়ে দুই দলের প্রথম টেস্টেও তাঁকে ভারতীয় সমর্থকেরা হেনস্তা করেছিল বলে অভিযোগ করেছিলেন রবি।