• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

WDDFএর সহযোগিতায় খুলনায় সাদাছড়ি দিবস পালিত

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪, ১৭:২৭ অপরাহ্ণ
WDDFএর সহযোগিতায় খুলনায় সাদাছড়ি দিবস পালিত
সংবাদটি শেয়ার করুন....

 

ব্যুরো প্রধান খুলনা
মোঃ বাবুল সানা

“হাতে দেখলে সাদা ছড়ি
এগিয়ে এসে সহযোগিতা করি”
এই পতিপাদ্যকে সামনে রেখে
WDDF এর সার্বিক ব্যবস্থাপনায় খুলনার স্থানীয় সংগঠন খুলনা মহানগর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সদস্যদের অংশ গ্রহণে জেলা সমাজসেবার প্রতিনিধি ইফাত ছিদ্দিকির সভাপতিত্বে খুলনা মেট্রোপলিটন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ- পরিচালকের সভা কক্ষে সাদা ছড়ি দিবস এবং আমদের দায়িত্ব বিষায়ক আলোচনা সবার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় শিরীন আক্তার বলেন দৃষ্টি প্রতিবন্ধী তথা সাদাছড়ি বহন কারী ব্যক্তিদের সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব, রওশন আরা চৌধুরি বলেন শুধু সভা বা সেমিনার নয় আমাদের সাদাছড়ি ব্যহারকারীদের চলাচলের নিরাপত্তা নিশ্চত করতে আরও বেশি বাস্তবিক হতে হবে।সাদা ছড়ি দিবস উদযাপনে সহযোগিতর জন্য WDDF এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ আরিফুল সর্দার বলেন প্রবেশ গম্যতা নিশ্চতে আগ্রাধিকার ভিত্তিতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তথা সাদা ছড়ি ব্যবহারকারীদের আধিকার বাস্তবায়ন অধিক তৎপর হতে হবে।