• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাথুরুসিংহেকে বরখাস্ত করলো বিসিবি, নতুন কোচ ‍সিমন্স

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪, ১৭:১১ অপরাহ্ণ
হাথুরুসিংহেকে বরখাস্ত করলো বিসিবি, নতুন কোচ ‍সিমন্স
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বিসিবি। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম। দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা দলের জন্য ভালো উদাহরণ ছিল না। শোকজ ও সাসপেনশন দেওয়া হয়েছে।’

নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেন বিসিবি প্রধান। ক্যারিবিয়ান এই কোচের সঙ্গে আপাতত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি বিসিবির।
সাবেক অলরাউন্ডার সিমন্স কোচ হিসেবে ক্রিকেট বিশ্বে দারুণ পরিচিত নাম। দুই দফায় ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন তিনি, তার কোচিংয়েই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ক্যারিবিয়ানরা। এর আগে-পরে মিলিয়ে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের প্রধান কোচ ছিলেন তিনি, ব্যাটিং কোচ ছিলেন আফগানিস্তান দলের। এছাড়াও নানা সময়ে বিভিন্ন দলের পরামর্শক ও বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় প্রধান কোচসহ নানা ভূমিকা পালন করেছেন। এবার তার নতুন চ্যালেঞ্জ বাংলাদেশ।