• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১১৮ চাষীর মাঝে মাছের পোনা বিতরণ

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ১৯:১৯ অপরাহ্ণ
আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১১৮ চাষীর মাঝে মাছের পোনা বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

বন্যায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে পোনা বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ১১৮জন চাষীর মাঝে মোট ১১৮০ কেজি পোনা বিতরণ করা হয়। একেকজন চাষী ১০ কেজি করে পোনা পেয়েছেন। প্রতি কেজিতে ৮০-৯০টি করে পোনা রয়েছে।
পোনা বিতরণের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, প্রান্তিক পর্যায়ের চাষীদের মাঝে মাছের পোনা দেওয়া হয়েছে।