সাজিদ খান ও নোমান আলী ছাড়াও পাকিস্তান দলে তাহলে অন্য কেউ বোলিং করতে পারেন? ভাবছেন, এ আবার কেমন প্রশ্ন!
আমির জামাল, জাহিদ মেহমুদরা তাহলে কী, তারাও তো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ছিলেন এবং খেলছেন রাওয়ালপিন্ডিতে আজ শুরু তৃতীয় টেস্টেও।
এরপরও প্রশ্নটা করার কারণ আছে। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে টানা ৮৯.৫ ওভার বোলিং করেছেন সাজিদ ও নোমান।