• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাজিদ–নোমান টানা ৮৯.৫ ওভার বোলিং করলেন

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ১৬:৩৯ অপরাহ্ণ
সাজিদ–নোমান টানা ৮৯.৫ ওভার বোলিং করলেন
সংবাদটি শেয়ার করুন....

সাজিদ খান ও নোমান আলী ছাড়াও পাকিস্তান দলে তাহলে অন্য কেউ বোলিং করতে পারেন? ভাবছেন, এ আবার কেমন প্রশ্ন!

আমির জামাল, জাহিদ মেহমুদরা তাহলে কী, তারাও তো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ছিলেন এবং খেলছেন রাওয়ালপিন্ডিতে আজ শুরু তৃতীয় টেস্টেও।

এরপরও প্রশ্নটা করার কারণ আছে। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে টানা ৮৯.৫ ওভার বোলিং করেছেন সাজিদ ও নোমান।

কীভাবে? মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের শেষ ১৪.২ ওভার বোলিং করেছেন তাঁরা দুজন, এরপর দ্বিতীয় ইনিংসে টানা ৩৩.৩ ওভার বোলিং করেছেন সাজিদ ও নোমান। সেই ইনিংসে পাকিস্তানের আর কোনো বোলার বোলিংই করেননি। এরপর রাওয়ালপিন্ডি টেস্টে আজ এই জুটি টানা বোলিং করেছেন ৪২ ওভার।