• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে লোকনাথ বাবার তিরোধান উৎসব উপলক্ষ্যে ৮দিন ব্যাপি ধর্মীয় উৎসব শুরু

Mofossal Barta
প্রকাশিত জুন ২, ২০২৪, ১৭:৫২ অপরাহ্ণ
ঘিওরে লোকনাথ বাবার তিরোধান উৎসব উপলক্ষ্যে ৮দিন ব্যাপি ধর্মীয় উৎসব শুরু
সংবাদটি শেয়ার করুন....

 

আল মামুন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর গ্রামে শত
বছরের ঐতিহ্যবাহী নিমতলা কালী বাড়ি লোকনাথ
মন্দির প্রাঙ্গনে বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও
কল্যাণ কামনায় লোকনাথ বাবার ১৩৪তম ত্রিরোধান
উৎসব উপলক্ষ্যে ৮দিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠান
শনিবার থেকে শুরু হয়েছে।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে বণাঢ্য মঙ্গল শোভা যাত্রা,
শ্রীমদ্ভাগবত পাঠ, ৪৮ প্রহর ব্যাপি অখন্ড
তারকব্রম্বা মহানামযজ্ঞানুষ্ঠান ও রাধাগোবিন্দের
অষ্টকালীন লীলা সংকীর্তন। নামসুধা পরিবেশন
করবেন শিশু কৃষ্ণ সম্প্রদায় (খুলনা), শান্তি
নিকেতন (মানিকগঞ্জ), ভ’বন মঙ্গল সম্প্রদায়
(সিরাজগঞ্জ), মীরার প্রভ’জী সম্প্রদায় (লক্ষীপুর),
প্রভু নিতাই চাঁদ সম্প্রদায় (কক্সবাজার ), রামকৃষ্ণ
সম্প্রদায় (সিরাজগঞ্জ)। রাধা গোবিন্দ্রের অষ্টকালীন
লীলা সংকীর্তন পরিবেশন করবেন অমল ব্যানার্জী।