• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মঞ্চেও একা থাকার সংগ্রামে জেনিফার

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ
মঞ্চেও একা থাকার সংগ্রামে জেনিফার

মঞ্চে আরো উপস্থিত ছিলেন কানাডীয় গায়িকা সেলিন ডিওন, অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হলি বেরি ও কিউবার গায়িকা কামেলা কাবেলাসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক: মার্কিন সংগীতশিল্পী জেনিফার লোপেজ গত বুধবার সৌদি আরবে অনুষ্ঠিত ফ্যাশন শোয়ের মঞ্চে পারফর্ম করেছেন। স্টাইলে র‍্যাম্পিং, ক্যাটওয়াকের মতো নানা আয়োজন ছিল এই ফ্যাশন শোতে।

মূলত এই ফ্যাশন শো-এর কারিগর লেবানিজ ফ্যাশন ডিজাইনার এলি সাব। তার ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি হওয়ায় এই আয়োজন। এ দিন মঞ্চে তার ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হন মডেলরা। সেই প্রদর্শনীতে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধা জানানো হয়।

রানওয়ের নির্দেশনায় ছিলেন ফরাসি ভোগ ম্যাগাজিনের সাবেক সম্পাদক ক্যারিন রইটফেন্ড। বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রথমবারের মতো পারফর্ম করেন জেনিফার লোপেজ। এদিন তিনি মার্কিন গায়িকা গ্লোরিয়া গেনরের ‘আই উইল সারভাইভ’ গানের কয়েকটি লাইন দিয়ে পারফরম্যান্স শুরু করেন।

অনেকই মনে করছেন, গানটি দিয়ে তিনি তার প্রাক্তন বেন অ্যাফ্লেককেই ইঙ্গিত করেছেন।মঞ্চে আরো উপস্থিত ছিলেন কানাডীয় গায়িকা সেলিন ডিওন, অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হলি বেরি ও কিউবার গায়িকা কামেলা কাবেলাসহ আরো অনেকে।