• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিতের প্রথম টেস্ট খেলা উচিত, বললেন গাঙ্গুলি

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ১৬:০৭ অপরাহ্ণ
রোহিতের প্রথম টেস্ট খেলা উচিত, বললেন গাঙ্গুলি

ত দ্রুত সম্ভব রোহিতের অস্ট্রেলিয়ায় চলে যাওয়া উচিত বলে মত তার।

সংবাদটি শেয়ার করুন....

ক্রীড়া ডেস্ক: সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাননি রোহিত শর্মা। সেই সন্তান এখন পৃথিবীর আলোয় চলে এসেছে। তাই এখন আর পরিবারের সঙ্গে তার থাকার জরুরি প্রয়োজনীয়তা দেখছেন না সৌরভ গাঙ্গুলি। যত দ্রুত সম্ভব রোহিতের অস্ট্রেলিয়ায় চলে যাওয়া উচিত বলে মত তার।

ধারণা করা হচ্ছিল, রোহিত-রিতিকা দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে ২০ নভেম্বরের আশেপাশে। কিন্তু ১৫ নভেম্বর সন্তান পৃথিবীর আলো দেখে ফেলে। কিন্তু রোহিত এখনো দলের সঙ্গে যোগ দেননি। তাই তার প্রথম টেস্টে খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

 পার্থে প্রথম টেস্টে শুরু হবে আগামী শুক্রবার। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, হয়তো প্রথম টেস্টে খেলবেন না রোহিত। দ্বিতীয় টেস্ট থেকে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় অধিনায়ক।তবে সৌরভ রেভস্পোর্টজকে বললেন, রোহিতের জায়গায় তিনি থাকলে এখন আর দেরি করতেন না একটুও।

আশা করব, রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়)। কারণ, তার নেতৃত্ব দলের প্রয়োজন। গতকালই (শুক্রবার) তার স্ত্রী বাচ্চার জন্ম দিয়েছে, আমি তাই নিশ্চিত যে, সে (রোহিত) এখন যেতে পারে। যত দ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিত। তার জায়গায় আমি হলে এটিই করতাম।
পার্থ টেস্টে তার খেলা উচিত।”ম্যাচ তো সপ্তাহখানেক দূরে এখনও। এটা বড় একটা সিরিজ। এবারের পর আর অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না তার। সে দারুণ এক অধিনায়ক। তার নেতৃত্ব দিয়ে শুরু করা উচিত ভারতের