• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শিক্ষার্থী তনুশ্রী রায়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধ

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে শিক্ষার্থী তনুশ্রী রায়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধ

মানিকগঞ্জে শিক্ষার্থী তনুশ্রী রায়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তনুশ্রী রায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহপাঠী ও শিক্ষার্থীরা।

রবিবার বেলা ১০টার দিকে সরকারি মহিলা কলেজের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিহত শিক্ষার্থী তনুশ্রী রায়ের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন শেষে তনুশ্রী রায় হত্যাকারীর বিচারসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে সহপাঠী ও শিক্ষার্থীরা। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সামনেসহ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে সহপাঠী ও শিক্ষার্থীরা।

সহপাঠী তনুশ্রীর হত্যাকারীর ফাঁসির দাবিতে কলেজে কয়েকশ শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।