• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলায় ইনসানিয়াত বিপ্লবের জনসভা অনুষ্ঠিত”।

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৯:২৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলায় ইনসানিয়াত বিপ্লবের জনসভা অনুষ্ঠিত”।

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলায় ইনসানিয়াত বিপ্লবের জনসভা অনুষ্ঠিত"।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ইনসানিয়াত বিপ্লবের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শাখার উদ্যোগে শাহবাজপুর সমাজকল্যাণ মাঠে ইনসানিয়াত বিপ্লব এই জনসভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলা স্টুডেন্ট ফ্রন্টের সংগঠক আহমেদ মঞ্জুরেে সঞ্চালনায় আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুফি আহমদ শাহ মোর্শেদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈনুদ্দিন টিটু, জেলা যুগ্ন আহবায়ক আজাদুর রহমান, নজরুল ইসলাম, অধ্যাপক শাহজাদ ভূইয়া, ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, ডা: দেলোয়ার খান, আব্দুর রাকিব নিজামি, ডাঃ মাহবুব রহমান, মুফতি আবুল আওয়াল, আবু হানিফ, হাবিব মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিপুলসংখ্যক ভাই বোন সবার ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত এ বিশাল জনসভায মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনার আলোকে বক্তারা বলেন, গোষ্ঠীবাদি রাজনীতি সত্য ও মানবতার মৃত্যু, মানবতার রাজনীতি সত্য ও মানবতার অস্তিত্ব। বর্তমান দুনিয়ায় চলমান একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীর স্বৈররাজনীতি সমগ্র মানবমন্ডলীকে আত্মিক-রাজনৈতিক-অর্থনৈতিক সব দিকে ধ্বংস করে দিয়েছে।

পরিশেষে বক্তারা বলেন, ভোটের সাথে ঈমান ও জীবন, রাষ্ট্রের অভ্যন্তরীন স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা ও অর্থনীতি এবং জীবিকা জড়িত। একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈররাজনীতির দলকে ভোট দেয়া জীবন-দেশ-ধর্ম ও মানবতার বিরুদ্ধে অপশক্তির ধ্বংসাত্মক যুদ্ধে শরিক হওয়া। মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ।