• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে পাইপগান উদ্ধার

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪, ১৮:৪৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে পাইপগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে পাইপগান উদ্ধার

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান  নিজস্ব প্রতিবেদক, আখাউড়াব্রাহ্মণবাড়িয়ায় ধানী জমি থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ছোটহরণ এলাকা থেকে পাইপগানটি উদ্ধার করা হয়। এ সময় একটি কার্তুজও উদ্ধার করে পুলিশ।

সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বুধবার অলিউর রহমান ও মুজিবুর রহমান নামে দুই ব্যক্তির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে আরিফ নামে একজন আহত হয়। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের সময় পাইপ গানটি ব্যবহার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।