আবু জাফর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ২৩ এপ্রিল কেক কাটার মধ্য দিয়ে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পঞ্চগড় মনিটরিং ইনচার্জ মনির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল জোন জিডিএম মরিয়ম বেগম, আরও উপস্থিত ছিলেন হরিপুর অফিস সাংগঠনিক সহকারী দুলাল হোসেন, পীরগন্জের অফিস সহকারী ঝরনা বেগম।রানীশংকৈল এজিএম তাহেরুন, হরিপুর এজিএম হাসিনা, এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির সদস্য ও কর্মী বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রানীশংকৈল জোনের সিনিয়র এজিএম আসাদুজ্জামান আসাদ।