• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাশিয়ানীতে পুলিশের বিশেষ অভিযানে ১২৬১ পিস ইয়াবাসহ পলাতক পুলিশ সদস্য গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ণ
কাশিয়ানীতে পুলিশের বিশেষ অভিযানে ১২৬১ পিস ইয়াবাসহ পলাতক পুলিশ সদস্য গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

বিশ্বজিৎ চন্দ্র সরকার :- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের কাশিয়ানী থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক পলাতক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে দক্ষিণ কাশিয়ানী এলাকার জনৈক হাবিবুর রহমান হবি-এর পাঁচতলা যমুনা ভবনে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে ওই ভবন থেকে ১২৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয় এবং এ ঘটনায় জড়িত একজন পলাতক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এই অভিযানে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।