• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

খালিয়াজুরীতে গাছের চারা বিতরণ ও মত বিনিময় সভা 

Mofossal Barta
প্রকাশিত জুলাই ৮, ২০২৪, ২০:৪৫ অপরাহ্ণ
খালিয়াজুরীতে গাছের চারা বিতরণ ও মত বিনিময় সভা 
সংবাদটি শেয়ার করুন....

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মানুষের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আজ সোমবার সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলার ছয়টি ইউনিয়নে অন্তত তিন হাজার গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান।

বিকেলে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান তালুকদার সোয়েব সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান বেবি আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী প্রমুখ।