• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কসবায় ক্ষতিগ্রস্থদের মাঝে ধানের চারা দিলো বিজিবি

Mofossal Barta
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১৫:৫৪ অপরাহ্ণ
কসবায় ক্ষতিগ্রস্থদের মাঝে ধানের চারা দিলো বিজিবি
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে মঙ্গলবার ধানের চারা বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে ধানের চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাবের বিন জব্বার। এছাড়া বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ১৭ বিঘা (৫৬১ শতক) জমি চাষাবাদের জন্য আমন ধানের চারা বিতরণ করা হয়।