• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় আগুনে নিহত তিন প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ১২:১৮ অপরাহ্ণ
মালয়েশিয়ায় আগুনে নিহত তিন প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
সংবাদটি শেয়ার করুন....

 

রবিবার সকাল আটটার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় বাড়ির পাশের উঠানে তিন রেমিটেন্স যোদ্ধার জানাজায় মানুষের ঢল নামে। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

মালয়েশিয়ায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত হন এই তিন প্রবাসী। তারা সবাই মুন্সীগঞ্জ শহরের রমজানবেগ এলাকার বাসিন্দা।

 

স্বজনের এমন করুণ মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবারগুলোতে।

গেল শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাংপাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন তারা।

শুক্রবারই প্রাণ যায় রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলীর (৪২)। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)।

তিন প্রবাসীর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।