• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায়, স্বামীর সাথে স্ত্রী খুন।

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১৮:২২ অপরাহ্ণ
বরগুনায়, স্বামীর সাথে স্ত্রী খুন।

গত কাল সন্ধা ৭ টার সময় বরগুনা পৌরসভার বাগান বাড়ী ভারা বাসায় স্ত্রী পুতুল বেগমকে (৩২) কুপিয়ে খুন করে কামাল মিয়া( ৪০)নামক তার স্বামী। নীজ স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন কামাল মিয়া। থানায় গিয়ে কামাল মিয়া বলেন, তার স্ত্রী পুতুল অন্য পুরুষের সাথে পরকিয়া করেন ও পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটিয়েছেন। নিহত পুতুল বেগমের দুটি সন্তান রয়েছে একটি মেয়ে ও একটি ছেলে। নিহত পুতুল বেগম পুবালী ব্যাংক বরগুনা শাখায় কর্মরতন ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

মতিউর রহমান, জেলা প্রতিনিধি বরগুনা: গত কাল সন্ধা ৭ টার সময় বরগুনা পৌরসভার বাগান বাড়ী ভারা বাসায় স্ত্রী পুতুল বেগমকে (৩২) কুপিয়ে খুন করে কামাল মিয়া( ৪০)নামক তার স্বামী।

নীজ স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন কামাল মিয়া। থানায় গিয়ে কামাল মিয়া বলেন, তার স্ত্রী পুতুল অন্য পুরুষের সাথে পরকিয়া করেন ও পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটিয়েছেন। নিহত পুতুল বেগমের দুটি সন্তান রয়েছে একটি মেয়ে ও একটি ছেলে। নিহত পুতুল বেগম পুবালী ব্যাংক বরগুনা শাখায় কর্মরতন ছিলেন।