
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
কটোবর্সের নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেন স্বদেশ টিভি নামক একটি অনলাইন সংবাদ মাধ্যম। তারা মনগড়া ভিত্তিহীন কথা প্রচার করে কটোবর্সের মানসম্মান ক্ষুন্যের চেষ্টা করছে।
এ বিষয়ে কটোবর্সের ম্যানেজার মোঃআলী বলেন, সংবাদিক হতে হয় আয়নার মতো স্বচ্ছ কিন্তু স্বদেশ টিভির সাংবাদিক সাংবাদিক একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রচার করলে আমি জানি যে সাক্ষাৎকার নিতে হয়।
কিন্তু সে আমার কাছ থেকে কোনো সাক্ষাৎকার নেয়নি।সে আমাকে এবং আমার অফিসের কর্মকর্তাদের দুর্নীতিবাজ বলে প্রচার করে আসছে। কটোবর্সের লিজ মানি কটোবর্সের কোন স্টাফের নগদ টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের লিজ মানি সোনালী ব্যাংকের পে অর্ডার করে লিজিরা সার্ভেয়ারের কাছে আবেদন জমা দিয়ে তাতে স্বাক্ষর দিয়ে দিতে হয়।
এ বিষয়ে তিনি আরো বলেন সাংবাদিককে তথ্য নিশ্চিত করে সংবাদ প্রচারের জন্য অনুরোধ জানান। সাভার আউটপাড়া ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আইয়ুব আলী শিকদার মহেশ্বর বার্তা সাংবাদিক কে বলেন স্বদেশ টিভি নামের একটি অনলাইন সাংবাদ পোর্টাল যে নিউজটি প্রচার করেছে তার কোন ভিত্তি নেই।
সাভার আউটপাড়া যারা কত বছর লিজি রয়েছেন সকলের প্রতিবছর পে অর্ডারের মাধ্যমে আজকের নিউজ প্রদান করে থাকেন। কত বছর কোনো সুযোগ নেই লিজের বাহিরে নগদ অর্থ নেয়ার। একটি মহল কটোবার্সকে খেপিয়ে আমরা যারা লিজি রয়েছি সুন্দর ভাবে বসবাস করছি এটি যেন করতে না পারি এজন্য মিথ্যা নিউজ করাচ্ছে। সেবা সংঘের সভাপতি মফঃস্বল বার্তাকে বলেন ২০০৪ সাল থেকে অদ্য পর্যন্ত কটোবর্সের সম্পত্তি নিজেদের মাধ্যমে ভোগ দহল করে আসছি।
এখানে কোন ধরনের কোনো অনিয়ম দুর্নীতি কটোবর্সের ম্যানেজার থেকে শুরু করে কোন স্টাফের ভিতরে পাইনি।একটি স্বার্থমহলের মাধ্যমে স্বদেশ টিভি এই মিথ্যা সংবাদ প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিস্তারিত ২য় পর্বে মফঃস্বল বার্তায় তুলে ধরা হবে।