• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে মোহাম্মদীয়া দরবার শরীফে উরস মোবারক শুরু

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ
ঘিওরে মোহাম্মদীয়া দরবার শরীফে উরস মোবারক শুরু

ঘিওরে মোহাম্মদীয়া দরবার শরীফে উরস মোবারক শুরু

সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে হযরত শাহ্ বাহের (র:) এর প্রথম আস্তানা মোহাম্মদী দরবার শরীফের ৫১ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হচ্ছে।উপজেলার পয়লা ইউনিয়নের বেগুন নারচী গ্রামে সার্বজনীন মোহাম্মদী তরিকতের প্রবর্তক ইমাম শাহ্ ফজর আল মোহাম্মদী (শাহ কালু পাগল) এর সভাপতিত্বে ওরশ মোবারক উদ্বোধন করা হয়।

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্ত ও আশেকান বৃন্দ সকলেই আমন্ত্রিত। জয় পাক পাঞ্জাতন আহলে বায়াতের জয়, জয় মহাবিশ্বের মানবতার জয়। জয় বাবা শাহ্ বাহের (র:) পাগলের জয়। জয় বাবা শাহ্ কালু পাগলের জয়।