• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গতকাল ৪জুন অনলাইন নিউজ পোর্টাল নীলাকাশ টুডে” দৃষ্টি আকর্ষণ”শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Mofossal Barta
প্রকাশিত জুন ৫, ২০২৪, ১৬:৫১ অপরাহ্ণ
গতকাল ৪জুন অনলাইন নিউজ পোর্টাল নীলাকাশ টুডে” দৃষ্টি আকর্ষণ”শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

প্রেস বিজ্ঞপ্তিঃ

আমি শেখ খায়রুল বাশার (৪৮) পিতা মৃত শেখ আঃ রাজ্জাক, সাং দহাকুলা শেখ পাড়া, থানা ও জেলা সাতক্ষীরা। আমি দীর্ঘ ৩০ বছর ধরে সুনামের সহিত সাতক্ষীরার তুফান ডেকারেটরে ম্যানেজারের দ্বায়িত্ব পালন করে আসছিলাম। কিন্তু তুফান ডেকোরেটরের স্বত্বাধিকারী এ কে এম আব্দুল্লাহ সিরাজ বেচে থাকা কালীল অত্যন্ত সুসম্পর্ক থাকার সুবাদে সৎ ও নিষ্ঠার সাথে আমি আমার  স্বীয় দ্বায়িত্ব পালন করি।

এমতাবস্থায় গত ৩ মাস আগে তুফান ডেকোরেটরের স্বত্বাধিকারী মৃত্যু বরন করায় উনার বড় মেয়ে তামান্না তাসলিম দ্বায়িত্বভার গ্রহণ করার পর থেকে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ ও অসংলগ্ন কথাবার্তার কারণে নিজের আত্মসম্মানের কথা চিন্তা করে তাদের সমস্ত হিসাব নিকাশ সঠিক ভাবে বুঝিয়ে দিয়ে আমি আমার স্বীয় দ্বায়িত্ব থেকে অব্যহতি গ্রহণ করি।

এরপর আমি নিজে নিউ ইলেকট্রনিক ডেকোরেটর নামে নিজে ব্যবসা শুরু করলে আমার ব্যবসায় ঈর্ষানিত হয়ে উক্ত তামান্না তাছলিম নিজের ফেসবুক আইডি থেকে ও অনলাইন নিউজ পোর্টাল নীলাকাশ টুডে আমার নামে তার হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমার ছবি বিনানুমতিতে পোস্ট করে বিবৃতি দিয়েছে যা আমার দৃষ্টি গোচর হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয় টি সকালের অবগত করা হলো।

যদি ভবিষ্যতে এ ধরনের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোন ব্যক্তি পুনরায় করে তাহলে তাহার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাতক্ষীরা বাসীর দোয়া, ভালবাসা ও সার্বিক সহযোগীতায় নিউ ইলেকট্রনিক ডেকোরেটর এগিয়ে যাবে এমনই প্রত্যাশা।